দুর্গাপুরের এক ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতন করে ভ্যানগাড়িসহ আটকে রাখা দুই শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে জিম্মি থাকা শ্রমিক জসিম (২৫) ও মোস্তাক হোসেনকে (১৬) তাঁদের ভ্যানগাড়িসহ উদ্ধার করা হয়।
গত সোমবার রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের গগনবাড়ীয়া মেসার্স হক ব্রিকস নামের ইটভাটায় দুই শ্রমিককে নির্যাতন করে জিম্মি করে রাখার ঘটনা ঘটে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামে। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ওই ইটভাটার শ্রমিক সরদার বুলেট তাঁদের ওপর নির্যাতন চালান।
দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, দুই শ্রমিককে বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁরা থানায় কোনো অভিযোগ বা মামলা করতে চান না। এ জন্য কাউকে আটক করা হয়নি।