ভাগনিকে দাফন করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এস্কেন্দার চৌকিদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে এ দুর্ঘটনা ঘটে।
এস্কেন্দার চৌকিদার কালকিনি উপজেলার রামারপোল গ্রামের বাসিন্দা ছিলেন। আত্মীয় সূত্রে জানা গেছে, এস্কেন্দার চৌকিদারের ভাগিনি কসবা গ্রামের হালিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম (২৫) বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণ করেন। সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ভাগিনির লাশ দাফন শেষে বাড়িতে ফেরার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ বাসস্ট্যান্ডে পৌঁছান এস্কেন্দার চৌকিদার। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে এস্কেন্দার চৌকিদার ছিটকে পড়েন। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেল্লাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।