বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে ৬টি ইউনিয়নে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এলাকার রাস্তা-ঘাট, অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। বেলকুচি সদর, রাজাপুর, ভাঙ্গাবাড়ী, বড়ধুল, দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউপিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ২৪১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।