বেনাপোল প্রতিনিধি
শার্শায় বিভিন্ন মামলায় পরোয়ানার পালাতক ১২ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন বাগআঁচড়ার ইউসুফ আলী, আমির আলী ও আসমা খাতুন , বাইকোলার ফজলুল হক, সোনাতনকাটির আব্দুল আলিম ও সুজন, ইছাপুরের জব্বার আলী, নুরবানু ও ময়না খাতুন, কন্যাদাহের সিরাজুল, শালতার রাসেল হোসেন ও কালিয়ানি গ্রামের জাহাঙ্গীর আলম।