বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি আব্দুল মোমিন (৫০) দীর্ঘ আট বছর পলাতক থাকার পর অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার নগর আমরুল শাহপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তার আব্দুল মোমিন ওই গ্রামেরই বাসিন্দা। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
র্যাব কর্মকর্তা মো. সোহরাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোমিনকে গ্রেপ্তার করা হয়। এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে আট বছর ধরে আত্মগোপনে ছিলেন মোমিন। তাঁকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।