কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউপিতে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোজাম্মেল হকের বিরুদ্ধে ১০ টাকা কেজি চালের কার্ড জমা নিয়ে ফেরত না দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত বুধবার লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বলদিয়া ইউপির কাশিম বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোজাম্মেল হক দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বলদিয়া ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। ইউনিয়নটির খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা তাঁকে ভোট না দিলে তাঁদের চাল দেওয়া হবে না এবং কার্ড বাতিল করা হবে এমন ভয়ভীতি দেখিয়েছেন তিনি ও তাঁর কর্মীরা।
এ ছাড়া অভিযোগপত্রে আরও বলা হয় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জমা নিয়ে চাল দেওয়ার পর চলতি মাসে চাল বিতরণ শুরু হলেও উপকারভোগীদের কার্ড ফেরত দেননি। এতে উপকারভোগীরা চাল নিতে গিয়ে হয়রানি শিকার হচ্ছেন।
এ বিষয়ে ডিলার মোজাম্মেল হক বলেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের কার্ড আটকে রাখার বিষয়টি সঠিক নয়। পুরোনো কার্ড পরিবর্তন করে নতুন কার্ড দেওয়ার জন্য পুরোনো কার্ডের তথ্য নতুন কার্ডে যুক্ত করতে জমা নেওয়া হয়েছিল। সময় স্বল্পতা ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর না হওয়ায় উপকারভোগীদের নতুন কার্ড দেওয়া সম্ভব হয়নি।’ ভোট না দিলে কার্ড বাতিল করা কিংবা চাল না দেওয়ার ভয়ভীতি দেখানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব ভিত্তিহীন কথা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।