সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিচার ব্যবস্থায় সুবিধা, জনগোষ্ঠীর প্রবেশাধিকার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয় বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে এ সংলাপ হয়।
ইপসার কর্মকর্তা সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড পৌরসভার নারী কাউন্সিলর কামরুন নাহার কাকলি।