হোম > ছাপা সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ শিকার প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের আব্দুল মজিদ (৫০) একজন শৌখিন মাছ শিকারি। শখ করে দেশের বিভিন্ন প্রান্তে মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত শুক্রবার সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে এক কাতল মাছ শিকার করেই প্রথম পুরস্কার হিসেবে ২ লাখ টাকা জিতে নিয়েছেন তিনি। আব্দুল মজিদের শিকার করা কাতল মাছটির ওজন ছিল ৫ কেজি ১২৫ গ্রাম।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরে একাধিকবার সরাইল সরকারি কলেজ দিঘিতে দিনভর বড়শি দিয়ে শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করে সরাইল কলেজ দিঘি মৎস্য চাষ সমিতি নামের একটি সংগঠন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাছ শিকার করতে পারেন। এরই অংশ হিসেবে শুক্রবার ওই দিঘিতে মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবার প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ৮৩ হাজার টাকার সাতটি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার ২ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক প্রতিযোগীকে ২২ হাজার টাকার টিকিট কাটতে হয়েছে। এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে ৩১ জন শৌখিন মাছ শিকারি অংশ নেন।

প্রতিযোগিতার আয়োজকদের সূত্রে জানা গেছে, অন্য প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিতে আগেভাগেই টিকিট কাটলেও শুক্রবার ভোর ৫টায় আব্দুল মজিদ নামের এক প্রতিযোগী টিকিট কাটেন। তিনি আগেও এই দিঘিতে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম হয়েছিলেন।

শুক্রবার ভোরে লটারির মাধ্যমে আব্দুল মজিদ ২৮ নম্বর আসন পান। সকাল ১০টার দিকে তাঁর বড়শিতে ৫ কেজি ১২৫ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর সারা দিন চেষ্টা করেও আর কোনো মাছ শিকার করতে পারেননি তিনি। বিকেল ৫টায় প্রতিযোগিতা শেষে জানা যায়, ৫ কেজি ১২৫ গ্রাম ওজনের কাতল মাছটিই সেরা, জয় করে নেন পুরস্কার হিসেবে ২ লাখ টাকা।

এ ছাড়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উশিউড়া গ্রামের শিতোষ বিশ্বাস ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল শিকার করে দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা জিতে নিয়েছেন।

প্রতিযোগিতার আয়োজক সংগঠন সরাইল উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বলেন, প্রতিবছর এই দিঘিতে কয়েকবার মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই দিঘির মালিক সরাইল সরকারি কলেজ থেকে ইউপি সদস্য হাবিবুর রহমান দিঘিটি তিন বছরের জন্য ১০ লাখ টাকায় ইজারা নিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ