দশমিনায় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের ১১ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের স্বাক্ষরে বৃহস্পতিবার ওই নোটিশ ১১ নেতাকে পাঠানো হয়েছে।
নোটিশ দেওয়া হয়েছে–উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক গাজী মিজান, আইন বিষয়ক সম্পাদক মামুন সিকদার, সদস্য ইমাম পালোয়ান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ মৃধা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পালোয়ান, উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদাসহ আরও দুজনকে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মিজান বলেন, ‘নোটিশের কপি হাতে পাইনি।’