করোনায় টানা ১৯ দিন শূন্য মৃত্যু পার করল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় নগর ও জেলায় কেউ মারা যাননি। তবে নতুন করে শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুণ হয়েছে। আগের দিন ৩ জন আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ জন।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক করোনার অবস্থার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ১ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।
নতুন ৬ জন সহ চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে বেশির ভাগই নগরের বাসিন্দা। এর সংখ্যা ৭৪ হাজার ১৪৪ জন।