রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ বোতল ফেনসিডিলসহ মাসুম রানা (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির গতকাল বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুম যশোর জেলার চৌগাছা থানার দিঘড়ী গ্রামের বাসিন্দা। তিনি একজন পেশাদার মাদক কারবারি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ‘রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বুধবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে।