বটিয়াঘাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বাল্যবিবাহের বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিজেরা করি এনজিও’র উদ্যোগে উপজেলার এ্যাডোলে সেন্টারে এ কর্মশালা হয়। এতে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। কর্মশালায়
যৌন ও প্রজনন স্বাস্থ্য চর্চার প্রয়োজনীয়তা এবং বাল্যবিয়ের কুফল বিষয়ে বক্তারা বিস্তারিত তুলে ধরেন।
সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিজেরা করি’র বিভাগীয় সংগঠন ও উপকেন্দ্র প্রধান আবুল খায়ের মজ্নু, বটিয়াঘাটা নিজেরা করি উপকেন্দ্র প্রধান আভা রানি রাহা, বিধান চন্দ্র বর্মনসহ আরও অনেকে।