পাইকগাছা পৌরসভা সংলগ্ন শিবসা নদীর চর দখল করে ধান রোপণ করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। এ নিয়ে উপজেলা প্রশাসন ও দখলকারীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
দখলকারীরা জানান, তাঁদের জমি নদীতে ভেঙে গেছে। তাই পরে ভরাট হওয়া চর দখল করে ধান রোপণ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পলি পড়ে নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। যার বিশাল অংশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা।
ভিলেজ পাইকগাছার হাবিবুর রহমান বলেন, নদীর ভরাট হওয়া জায়গায় এখন চলছে ধান রোপণের প্রতিযোগিতা। নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকরী উপপ্রকৌশলী রাজু আহম্মদ বলেন, ‘অভিযোগ পেয়েছি চর জেগে ওঠা জায়গা দখল করা হয়েছে। যারা দখল করেছেন তাঁদের উচ্ছেদ করা হবে।’ পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, নদীর জমি অবৈধভাবে দখল করা দণ্ডনীয় অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক বলেন, ‘সরকারি জায়গা দখলের সুযোগ কারোরই নেই। দখল করা হলে আইনিভাবে দখলমুক্ত করা হবে।