অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র রাখে কি না—এমন প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে কদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ দেশটির সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা কখনো বাংলাদেশে ঘটেনি।