হোম > ছাপা সংস্করণ

৯ বছর পর অ্যাশেজের নতুন অ্যালবাম

প্রথম অ্যালবাম প্রকাশের প্রায় ৯ বছর পর দ্বিতীয় অ্যালবাম নিয়ে এল সময়ের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। গতকাল ফার্মগেটের কেআইবি মিলনায়তনে একটি কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয় নতুন অ্যালবামটি। অ্যালবামের নাম ‘অন্তঃসারশূন্য’। নতুন অ্যালবাম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, অভিনেতা জিয়াউল হক পলাশ প্রমুখ।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি অ্যাশেজের নতুন ভক্ত হলেও বেশ শক্ত ভক্ত।  এক বছর ধরে প্রতিদিন আমি অ্যাশেজের গান শুনি। না শুনলে আমার ঘুম হয় না। এমন কোনো ঘটনা নেই যার সঙ্গে অ্যাশেজের গান জীবনের সঙ্গী হয় না। গানের সুর ও সংগীতের মধ্যে যে মাদকতা আছে, তা অ্যাশেজের প্রতিটি গান উপলব্ধি করায়। তরুণদের মাঝে দুর্ভাগ্যবশত যারা মাদকের সঙ্গে জড়িয়ে গেছে তাদের বলব, মাদক ছাড়ো অ্যাশেজ ধরো। কারণ, অ্যাশেজের গান জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।’

অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘আজ আমাদের সবার জন্য বিশেষ একটি দিন। সবার ভালোবাসা নিয়ে অ্যাশেজ এগিয়ে যাচ্ছে। আমাদের সাপোর্ট দেওয়ার জন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞতা।’

অন্তঃসারশূন্য অ্যালবামে রয়েছে সাতটি গান। এর মধ্যে আগে প্রকাশিত হওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও যুক্ত হয়েছে নতুন কিছু গান। কনসার্টে ‘সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও বানিয়েছেন অভিনেতা-পরিচালক জিয়াউল হক পলাশ। গানের মডেল হয়েছেন তাসনিয়া ফারিণ।

নতুন অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ ছাড়াও এদিন ফ্যানদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশন করে অ্যাশেজ। গেয়ে শোনায় বেশ কিছু গান। দর্শকের জন্য টিকিটের মূল্য ছিল সাধারণ ৩০০ টাকা এবং ভিআইপি ৬০০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ