কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুরে মনিরুজ্জামান রূপক নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত ও বিষণ্ন ছিল রূপক (১৭)। পরীক্ষার ফল খারাপ করলে মা-বাবাসহ বন্ধুদের মুখ দেখাতে পারবে না–এমন ধারণা মনে পোষণ করত সে। গত রোববার দুপুরে তার বোনের বাসা থেকে খাবার খেয়ে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা হওয়ার পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানালা দিয়ে রূপককে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। লাশ উদ্ধার করে পরে পুলিশে খবর দেন তাঁরা।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়।