হোম > ছাপা সংস্করণ

গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহে স্থানান্তর

ধনবাড়ী প্রতিনিধি

ধনবাড়ীর সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এ সময় বানিয়াজান ইউপির বানিয়াজান কেন্দ্রে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেলা ১১টার দিকে ওই ইউপির নৌকার প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ফটিক ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে নৌকার প্রার্থী রফিকের কর্মী মো. সুজল (৫২) ও মো. আব্দুল হামিদ (৫০) গুরুতর আহত হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ব্যাপারে রফিকুল ইসলাম তালুকদার ফটিক বলেন, আমার কর্মীর ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা চালায়। আহত কর্মীদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ