বানারীপাড়া বিআরডিবি মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার সভাপতিত্বে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, বিআরডিবি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য থাকার কথা থাকলে ও তার বাস্তবায়ন নেই। নারীর ক্ষমতায়ন বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় সভাটিতে।