ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে মনোনয়নপত্র কেনার পর জানলেন তিনি মৃত। ভোটার তালিকায় তাঁর নাম নেই। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। আব্দুর রহমান নামের ওই ব্যক্তি উপজেলার নারান্দিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মাইস্তা গ্রামের বাসিন্দা।
জানতে চাইলে আব্দুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে নারান্দিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন করতে ভোটার আইডি কার্ড ও জামানত জমা দিয়ে মনোনয়নপত্র কেনেন। এরপর নির্বাচন অফিস তাঁকে একটি সিডি দেয়। কিন্তু সেই সিডির ভোটার তালিকায় তাঁর নাম নেই। নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাঁদের কাগজেও তাঁকে মৃত দেখানো হয়। এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে তাঁর কোনো তথ্যও নেই। তাঁকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে সব তথ্য অপসারণ করা হয়েছে।
আব্দুর রহমান আরও বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এ জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ফোনেও কথা বলেছি। সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি নির্বাচনও করতে পারবেন।’