প্রীতম হাসান গানের মানুষ হলেও অভিনয় করেন মাঝে মধ্যে। এবার ঈদেও তাঁকে পাওয়া গেল অভিনেতা হিসেবে। ‘হ্যালো লিসেনার্স’ নামের ঈদের বিশেষ নাটকে সাদমান নামের একজন গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
তাঁর বিপরীতে জেসিকা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। জেসিকাকে প্রচণ্ড ভালোবাসত সাদমান। কিন্তু ঘটনাচক্রে জেসিকা আজ অন্যের স্ত্রী, আর সাদমান প্রতিষ্ঠিত একজন জনপ্রিয় শিল্পী। ‘হ্যালো লিসেনার্স’ রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। প্রচার হবে আরটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে।