তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যাচাই–বাছাই সম্পন্ন ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন উপজেলা সদর ইউপির নৌকা প্রতীকের মো. খোকন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ খান, মাহফুজুর রহমান মুরাদ, আবুল খায়ের, সালাউদ্দিন শুভ ও সাজ্জাদ হোসেন মন্টু মৃধা। গাজীরটেক ইউপির নৌকা প্রতীকের মো. আহসানুল হক মামুন, স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী, মো. আয়নাল হক, এসএম ফরহাদ হোসেন ও সৈয়দ নিজামদ্দিন। চরহরিরামপুর ইউপির নৌকা প্রতীকের মো. কবির খান, স্বতন্ত্র প্রার্থী মো. আমির হোসেন খান, মো. জাহাঙ্গীর ব্যাপারী, মো. রফিকুল ইসলাম ব্যাপারী, ফরিদ হোসেন মোল্লা, জুলহাস শিকদার, মোহাম্মদ ফকির, শেখ আলম ও মোনায়েম হোসেন খান ওরফে মনা খাঁ।