হোম > ছাপা সংস্করণ

৭৫তম কান চলচ্চিত্র উৎসব

কানে ‘মুজিব পিলার’
কানসৈকত ঘেঁষে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম। ভবনটির সামনের বিশাল দুটি পিলারে শোভা পাচ্ছে এক টুকরো বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: মেকিং অব আ নেশন’-এর পোস্টার সাঁটা হয়েছে পিলার দুটিতে। আজ কান উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রকাশ হবে মার্শে দ্যু ফিল্মে। অনুষ্ঠানে অংশ নিতে কান উৎসবে হাজির হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেতা আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। পরিচালক শ্যাম বেনেগালেরও থাকার সম্ভাবনা রয়েছে।

জেলেনস্কির ভাষণ
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হন তিনি। জেলেনস্কি বলেন, ‘মানুষের ঘৃণা কেটে যাবে, স্বৈরশাসকেরা পরাজিত হবে এবং তারা যে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল, আবার তা জনগণের কাছে ফিরে আসবে। যত দিন মানুষ থাকবে, স্বাধীনতাও টিকে থাকবে। আবারও পৃথিবীতে এক স্বৈরশাসক এসেছে। এ সময় সিনেমাকে নীরব থাকলে চলবে না।’

৩০ বছর পর টম ক্রুজ
এবার কান উৎসবের প্লাটিনাম জুবিলি। উপলক্ষটি উদ্‌যাপন করতে কানসৈকতে ৩০ বছর পর গতকাল হাজির হয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। সঙ্গে ছিলেন অভিনেত্রী জেনিফার কনেলি। টম অভিনীত ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার প্রিমিয়ার শো ছিল উৎসবে। সেখানে টম ক্রুজকে বিশেষ ট্রিবিউট দেয় উৎসব কর্তৃপক্ষ। এ ছাড়া এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’-এর প্রচারে আসবেন হলিউডের আরেক তারকা টম হ্যাঙ্কস। এবারের উৎসবে দেখা যাবে জুলিয়া রবার্টস, অ্যান্থনি হপকিন্স ও ক্রিস্টেন স্টুয়ার্টের মতো হলিউড তারকাদের।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ