চৌদ্দগ্রামে অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালকে কুমিল্লা দল ও বালিকায় খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে এ খেলা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক ক্রীড়াবিদ এনামুল হক খন্দকার, চৌদ্দগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রমুখ।
এ খেলায় বালিকা দল খাগড়াছড়ি ২৯ পয়েন্ট পেয়ে কুমিল্লা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালকে কুমিল্লা দল ২৮ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।