হোম > ছাপা সংস্করণ

আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় শুরু হয়েছে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

একটি হোটেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে স্থানীয় সিনেমা হলে।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় শিল্পীরা বলেন, করোনা-পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে আরও বেশি করে যৌথ প্রযোজনা জরুরি। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে ত্রিপুরা ছাড়াও আসাম ও অন্যান্য রাজ্যে গান গাওয়ার অভিজ্ঞতার কথা জানান শিল্পী মমতাজ। মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে উভয় দেশের শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

অভিনেতা ফেরদৌস বলেন, ‘এই উৎসব দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আমি মনে করি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় আরও বেশি করে চলচ্চিত্র নির্মাণ জরুরি। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের পাশাপাশি দুই দেশের শিল্পীদের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন।’

অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় আগেও অনেক সিনেমা নির্মাণ হয়েছে। ভবিষ্যতে আরও বেশি যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হওয়া প্রয়োজন। করোনা মহামারি আমাদের অনেক ক্ষতি করেছে। আনন্দের বিষয় হলো, করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই উভয় দেশের শিল্পীদের এখন অতিমারি পরবর্তী সময়ে নতুন উদ্যমে কাজ করার সময় এসেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ