সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার, বিআরটিসি বাস চালুসহ পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে সর্বদলীয় মহাসমাবেশ করা হয়েছে। গতকাল রোববার এম এ হক চত্বরে এ মহাসমাবেশ করা হয়।
পরিষদের আহ্বায়ক কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব এম আজমল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নাইবে আমীর রেজাউল করিম জালালী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আব্দুর রহমান ছিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সদস্য বুরহান উদ্দিন মুক্তা, জেলা খেরাফত মজলিস নেতা মখলিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল করিম, আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশমুখ্য রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ প্রমুখ।