হোম > ছাপা সংস্করণ

চবিতে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে মাসব্যাপি ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয় জাদুঘর ও চবি বঙ্গবন্ধু চেয়ার যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিরীণ আখতার বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যর ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিভিন্ন স্তরের গবেষকবৃন্দ তাঁদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

উপাচার্য আরও বলেন, বাঙালি জাতিক পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ প্রদর্শনীর মাধ্যমে প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন চবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ