নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যাঁরা সমালোচনা করতে চায়, তাঁরা চোখ কান বন্ধ করে সমালোচনা করবেই। কিন্তু আমরা বলব আমাদের অনেক অর্জন আছে। যে যাই বলুক, আমরা কাজ করে যাব।’ গতকাল মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এডিবির (ইউআইআইপিএফ-এনসিসি) প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাইবিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে মেয়র আইভী তাঁর পদ থেকে সরে যাওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন। আজ বুধবার আইভী তাঁর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করবেন।
মেয়র বলেন, ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই, আমি বুধবার (আজ) মনোনয়ন ফরম জমা দেব। আমি হয়তো আর অফিসে আসব না। যাঁরা কর্মকর্তা আছেন, আপনারা আগের মতো অফিস চালাবেন। কোনো ধরনের ফাঁকি দেবেন না প্লিজ।’