হোম > ছাপা সংস্করণ

সম্ভাবনার দুয়ার খুলতে পারে কার্পাস তুলার চাষ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে অর্থনৈতিকভাবে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে কার্পাস তুলার চাষ। এ অঞ্চলটি বরেন্দ্র অঞ্চল হওয়ায় এখানকার মাটি ও আবহাওয়া কার্পাস তুলা চাষের উপযোগী। আর সে কারণেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বল্প পরিসরে গড়ে উঠেছে ছোট-বড় কার্পাস তুলার বাগান।

জানা গেছে, তুলা উন্নয়ন বোর্ড বগুড়া জোনের সহযোগিতায় উপজেলায় মোট ১০০ হেক্টর জমিতে কার্পাস তুলা চাষ করা হয়েছে। দেশে কটন শিল্প অনেক দিক থেকে ভারত, পাকিস্তান, আমেরিকা, আফ্রিকা, সুদানসহ বিভিন্ন দেশের তুলার ওপরে নির্ভরশীল। আর এ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুলা উন্নয়ন বোর্ড। বর্তমানে তুলার বৈশ্বিক উৎপাদন বার্ষিক ২৫ মিলিয়ন টন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধামইরহাট ইউনিয়ন এলাকায় তুলাচাষি আব্দুল ওহাব উদ্দিন বলেন, আগস্ট মাসের শুরুর দিকে তুলার বীজ বপনের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে প্রায় ৩ একর জমিতে কার্পাস তুলা চাষ করা হয়েছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা তাঁকে খরচ করতে হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এ মৌসুমে বাগান থেকে ৭০ মণ তুলা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

তুলাচাষি আব্দুল ওহাব উদ্দিন আরও বলেন, কার্পাস তুলা চাষে খরচের তিন গুণ বেশি লাভ এবং ফলন ভালো পাওয়া যায়। এতে অর্থনৈতিকভাবে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে—এমনই স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, এই এলাকায় ধীরে ধীরে তুলা চাষ বাড়ছে। বাজারে চাহিদার সঙ্গে দামও ভালো রয়েছে। তিনি এবার ৩৩ শতাংশ জমিতে নিজ উদ্যোগে একটি কার্পাস তুলার বাগান গড়ে তুলবেন বলে জানান।

বগুড়া তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মো. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া কার্পাস তুলা চাষের উপযোগী। আর সে কারণেই এসব এলাকায় স্বল্প পরিসরে গড়ে উঠেছে ছোট-বড় কার্পাস তুলার বাগান। এ ছাড়া তুলার মূল্য আন্তর্জাতিক বাজারের ওপরে নির্ভরশীল হয়ে থাকে। চলতি বছরে তুলার দাম মণপ্রতি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ