হোম > ছাপা সংস্করণ

মোগরাপাড়ায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল বুধবার। নির্বাচন ঘিরে বিভিন্ন সমীকরণ চলছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। প্রশাসন বলেছে, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তবে এ ইউপির ৫০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মোগরাপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সোহাগ রনির প্রধান প্রতিদ্বন্দ্বী সদ্য আওয়ামী লীগ থেকে অব্যাহতি নেওয়া বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। 
এ ছাড়া ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী রক্সি ও সুরুজ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১২টি কেন্দ্রে ৭৯টি ভোট কক্ষে ২৪ হাজার ২৩৪ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৩৮ এবং নারী ভোটার ১১ হাজার ৭৯৫ জন। নির্বাচনে ১২টি কেন্দ্রের মধ্যে কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহচিল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চবিদ্যালয়, মোগরাপাড়া এইচ জি. জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তন, কাবিলগঞ্জ সরকারি প্রাথমিক ও পাঁচপীর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন রিটার্নিং কর্মকর্তা।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, মোগরাপাড়া ইউপি নির্বাচনে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু 
ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন থেকে সব প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে সে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবি মোতায়েন রাখা হবে। এ ছাড়া অন্য নির্বাচনের মতো এবারও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ