হোম > ছাপা সংস্করণ

স্বর্ণপদকের জন্য মনোনীত চুয়েটের অধ্যাপক মল্লিক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বর্ণপদকের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত করেছেন।

‘ঐতিহাসিকভাবে পরিলক্ষিত বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাত পরিবর্তন প্রবণতা’ গবেষণা প্রবন্ধের জন্য এই স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক রিয়াজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রিয়াজ আকতার মল্লিক প্রণীত ২০১৮ সালে প্রকাশিত ‘ঐতিহাসিকভাবে পরিলক্ষিত বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাত পরিবর্তন প্রবণতা’ গবেষণা প্রবন্ধটি ইউজিসি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছে। রাষ্ট্রপতি এই পদক দেবেন।

ড. মল্লিক বলেন, ‘স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় খুবই ভালো লাগছে। এটা শুধু আমার নিজের জন্য সম্মান বয়ে আনেনি, পুরো চুয়েট পরিবারের জন্য সম্মান বয়ে এনেছে। চুয়েট পরিবার থেকে ভবিষ্যতে আরও কেউ এই সম্মানে ভূষিত হলে আমি আনন্দিত হব।’

‘ঐতিহাসিকভাবে পরিলক্ষিত বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাত পরিবর্তন প্রবণতা’ শীর্ষক গবেষণায় বাংলাদেশের ১৯৬৬ থেকে ২০১৫ সালের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিবর্তনের প্রবণতা চিহ্নিত করা হয়েছে। সারা দেশের জন্য ঋতু অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে। তাপমাত্রার প্রবণতার জন্য শীত ব্যতীত সব ঋতুতেই ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা যায়। এটি গড় বার্ষিক ভিত্তিতে গত ৫০ বছরে ০.৪ ডিগ্রি সেলসিয়াস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ