হোম > ছাপা সংস্করণ

ঝুঁকিপূর্ণ ইউপি ভবনে কার্যক্রম

আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর

মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত জরাজীর্ণ ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ইতিমধ্যে সিলিংয়ের একাংশ ভেঙে পড়েছে। ওই ভবনেই চলছে ইউপির সব ধরনের কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৯ বর্গ কিলোমিটারের আলোকদিয়া ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। রয়েছে ১৬টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও তিনটি টেকনিক্যাল স্কুল। ৯টি ওয়ার্ডের ইউনিয়নটির বাসিন্দাদের আধুনিক সেবার জন্য সরকার ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। এই ইউনিয়নের বাসিন্দাদের সেবার জন্য জরাজীর্ণ ভবন থেকেই সেবা দিতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬২ সালে আলোকদিয়া ইউনিয়ন পরিষদের জন্য দুটি কক্ষ ও একটি টিনশেড ঘর নির্মাণ হয়েছিল। আজও সেই ভবনে চলছে সেবা কার্যক্রম। গ্রামীণ জনপদের মানুষের আধুনিক সেবা দেওয়ার জন্য স্থাপিত ডিজিটাল সেন্টারও স্থাপন করা হয়েছে। কিন্তু জরাজীর্ণ টিনশেড ঘরে স্থাপিত ওই সেন্টারের কম্পিউটারের ওপর গত বুধবার বিকেলে লোহার সিলিং ভেঙে পড়েছে।

অবশ্য দাপ্তরিক কাজের শেষে এ ঘটনা ঘটায় কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। দাপ্তরিক কাজের সময় এ ঘটনা ঘটলে অনেকেই হতাহত হতেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারণ জন্ম সনদের জন্য ভিড় থাকে প্রায় সারা দিনই। এ ছাড়া বিভিন্ন সেবার জন্য আসেন শত শত মানুষ। ১০ জন গ্রাম পুলিশ, একজন সচিব, অফিস সহকারী ও উদ্যোক্তা সবাই কাজ করেন ঝুঁকিপূর্ণ ভবনে।

আলোকদিয়া ইউপির সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদের ভবন জরাজীর্ণ। দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে। বুধবার সন্ধ্যায় লোহার সিলিং ভেঙে পড়েছে। এতে কম্পিউটারের কিছুটা ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে আলোকদিয়া ইউপির চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভবনটি অনেক পুরোনো। নতুন ভবন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ পর্যন্ত ভবন নির্মাণকাজের কোনো অগ্রগতি হয়নি। যত দ্রুত ভবন নির্মাণ হবে, তত দ্রুত সবার জীবনের ঝুঁকি কমে যাবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ওই ইউপি ভবনের সমস্যার ব্যাপারে অবহিত করা হয়নি। আগামী রোববার আমি সরেজমিন পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। নতুন ভবন করার জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে দ্রুত অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রস্তাব পাঠানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ