কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিগদাইড় ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন আপন দুই ভাই। বড় ভাই গোলাপ হোসেন ভূঁইয়া আওয়ামী লীগ থেকে এবং মেজ ভাই আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ জাতীয় পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোলাপ হোসেন ভূঁইয়া বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এই দুই ভাইয়ের নির্বাচন করা নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। তাঁদের প্রচারে চোখ রাখছেন স্থানীয় এলাকাবাসী। দিনরাত নিজ নিজ কর্মীদের নিয়ে প্রচার চালাচ্ছেন। ইউনিয়নবাসী মনে করছেন, দিগদাইড় ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই ভাইয়ের মধ্যেই।
১১ নভেম্বর উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউপিতে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাপ হোসেন ভূঁইয়া, সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা দেলোয়ার হোসেন হাতেম, স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান বাচ্চু (ঘোড়া) এবং শরীফুল ইসলাম স্বপন (আনারস)।