অভিনেতা এফ এস নাঈম কিছুদিন আগে শেষ করেছেন সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’র শুটিং। এরপর তিনি যুক্ত হয়েছেন ওয়েব ফিল্ম ‘দ্য কনসালট্যান্ট’-এ। কৌশিক শংকর দাসের পরিচালনায় এ ছবিতে নাঈমের সঙ্গী হয়েছেন প্রিয়ন্তি ঊর্বি।
কয়েক দিন আগে রাজধানীর উত্তরায় ছবির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, বাইরের আবরণ-চাকচিক্যই যে সব নয়, মানুষের ভেতরটাই আসল—এ বিষয়টি উঠে আসবে ‘দ্য কনসালট্যান্ট’-এ। ছবিতে নাঈম অভিনয় করেছেন একজন ক্লিনারের চরিত্রে। কিন্তু সবাই তাঁকে প্রথম দিকে বড় কর্মকর্তা ভেবে ভুল করে।