হোম > ছাপা সংস্করণ

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বেহাল সড়কের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে চাপা পড়ে তোয়া খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তোয়া পাবনা সদরের পুললিয়া গ্রামের সোহেল রানার বড় মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা সোহেল রানা জানান, গত বৃহস্পতিবার মা–বাবা এবং ছোট বোনের সঙ্গে ভেড়ামারায় নানির বাড়িতে বেড়াতে যায় তোয়া। সেখান থেকে গতকাল সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার হাউজিংয়ে ফুপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে একটি বাসকে সাইড দিতে গিয়ে ভাঙা সড়কের গর্তে পড়ে যায় সোহেল রানার মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের পেছনে বসা তোয়া ছিটকে সড়কের ওপরে পড়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তোয়াকে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময় ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ এসে তোয়ার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে বিক্ষোভ করতে থাকা জনগণকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটক করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দীর্ঘদিন ধরে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার ত্রিমহিনী থেকে ভেড়ামারার দিকে প্রায় সাত কিলোমিটার সড়ক বেহাল। মহাসড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ