লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএ টিভির সাংবাদিকের ওপর হামলা এবং দেশব্যাপী সাংবাদিকদের নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরের লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সম্পাদক-প্রকাশক পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় হামলা-মামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও দেশ টিভির প্রতিনিধি কামাল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন, সম্পাদক পরিষদের আহ্বায়ক ও এসএ টিভির প্রতিনিধি মো. সহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার সম্পাদক-প্রকাশক পরিষদের উদ্যোগে আহ্বায়ক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সাংবাদিকদের নিয়ে এক বৈঠকে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশসহ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, তৃতীয় দফা ইউপি নির্বাচন চলাকালে গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরে ৯ নম্বর চর আবাবিল ইউপির গাইয়ারচর মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট দেওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় এসএ টিভির সাংবাদিকসহ দুজন আহত হয়। তা ছাড়া এ সময় ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই রায়পুর থানায় মামলা করা হয়। কিন্তু গত এক সপ্তাহেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকেরা।