হোম > ছাপা সংস্করণ

যেভাবে নামাজের জন্য পবিত্র হবেন

আবদুল আযীয কাসেমি

ইমানের পর ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজ শুদ্ধভাবে আদায় করতে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা নামাজের চাবি; পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। মহানবী (সা) বলেন, ‘নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি পবিত্রতা।’ (তিরমিজি) পবিত্রতা অর্জনের উপায় হলো, আপনার ওপর গোসল ফরজ হলে গোসল করা আর অজু ফরজ হলে অজু করা। 

অজুর ফরজ চারটি—
এক. পূর্ণ মুখমণ্ডল ধৌত করা
দুই. উভয় হাত কনুইসহ ধৌত করা
তিন. মাথা মাসেহ করা
চার. উভয় পা টাখনুসহ ধৌত করা

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬) 

গোসলের ফরজ তিনটি—
এক. কুলি করা
দুই. নাকে পানি দেওয়া
তিন. পূর্ণ শরীর ভালোভাবে একবার ধৌত করা। শরীরের যেকোনো জায়গায় সামান্য পরিমাণ শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। বিশেষত শীতকালে এ ব্যাপারে বেশ উদাসীনতা পরিলক্ষিত হয়। ফরজ গোসলের ব্যাপারে কোনোরকম অলসতা কাম্য নয়। উচিত হলো গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলা। 
অজু করতে গিয়েও আমাদের বিশেষভাবে লক্ষ রাখতে হবে, ধোয়া অঙ্গগুলোর কোনো অংশ যেন শুকনো না থাকে। ত্বকে শুষ্ক ভাব থাকলে একটু ঘষে-মেজে হাত-পা ধোয়া উচিত। হাদিসে এসেছে, এক যুদ্ধে আসরের সময় হলো। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অজু করছেন। নবী (সা.) লক্ষ করলেন, কারও কারও পায়ের গোড়ালি শুকনো থেকে যাচ্ছে। তখন তিনি বললেন, ‘শুকনো গোড়ালির জন্য রয়েছে জাহান্নামের আগুনের হুঁশিয়ারি।’ (বুখারি) 

আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ