হোম > ছাপা সংস্করণ

যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে জামাই বাহাদুরপুর ইউনিয়নের মজিদুল মোল্লা (৩৫) ও তাঁর মা মাজেদা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহবধূর নাম নাজমা (২৪)। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাতকুন্ডু গ্রামের আজির মালাকরের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে নাজমার সঙ্গে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের মজিদুল মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে মজিদুল। গত সোমবার টাকা না দেওয়ায় শাশুড়ির প্ররোচনায় নাজমাকে মারধর করেন তিনি। এ সময় নাজমার বাবার বাড়ির লোকজন গিয়ে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাজমার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর চাচা মনিরুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে তাঁর ভাতিজিকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে মজিদুল। এবার যৌতুকের জন্য বেধড়ক পিটিয়ে যে অবস্থা করেছে, তাতে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মজিদুল মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে যৌতুক ও মারধরের যে অভিযোগ করেছে তাতে তাঁর সঙ্গে কোনো সম্পর্ক নেই। পারিবারিক ঝামেলা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ