আফ্রিকায় করোনার নতুন ধরনের সংক্রমণে বাংলাদেশ নারী দলের দেশে ফেরার জটিলতা যেন কাটছেই না। জিম্বাবুয়ে থেকে নামিবিয়া হয়ে এখন ওমানে আছেন জাহানারা আলম-নিগার সুলতানারা।
বিশ্বকাপ বাছাই খেলতে যাওয়ায় অন্য দলের মতো বাংলাদেশ মেয়েদের ফেরার বিষয়টি দেখছে আইসিসি। পরশু জানা গিয়েছিল, হারারে থেকে বাংলাদেশ নারী দলের ট্রানজিট ছিল নামিবিয়া। সেখান থেকে আইসিসির ভাড়া করা বিমানে গতকাল রাতে ওমানে আসার কথা তাদের। ওমান থেকে ঢাকায় আসার ফ্লাইট বাতিল হওয়ায় নতুন করে আবার জটিলতা তৈরি হয়।
গতকাল রাত ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওমান থেকে ঢাকায় ফেরার ফ্লাইট নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি বিসিবি। তবে তারা আশাবাদী, সব ঠিক থাকলে আজ দেশে পৌঁছাতে পারেন জাহানারারা।