হোম > ছাপা সংস্করণ

ধান মাড়াই শুরু

শাহীন রহমান, পাবনা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আগাম আমন ধান কাটতে শুরু করেছেন এলাকার কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। চলতি মাসেই উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ২৩ হাজার ২৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা অর্জিত হয়েছে ২৩ হাজার ৩১০ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত বছরের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে। তবে এবারে পার্চিং পদ্ধতি ব্যাপক হারে ব্যবহারের ফলে রোপা আমন ধানের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ।

যদিও এবারের আমন আবাদের শুরুটা ভালো ছিল না। প্রথম দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া কৃষকের মধ্যে তা পূরণ না হওয়ার শঙ্কাই দেখা দেয়। শেষ পর্যন্ত কৃষি সম্প্রসারণ বিভাগের নিয়মিত পরামর্শে আমনের ফলন ভালো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কার্তিক মাসের শুরু হতে না-হতেই চারদিকে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। তবে যেসব মাঠ উঁচু এবং আগাম জাতের আলু রোপণ করার মতো জমি। সেসব জমিতে আগাম জাতের আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সেই সঙ্গে গৃহিণীরাও বাড়ির আঙিনা ও উঠান তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলার আলোকডিহি গ্রামের আরিফ হোসেন বলেন, ‘এবার দুই বিঘা জমিতে বিনা-৭ ধান চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় বিঘাপ্রতি ২০-২২ মণ ধান হয়েছে। তা ছাড়া ধানের দামও বেশি। এই মুহূর্তে ধান বিক্রি করলে আমার সবকিছু খরচ বাবদ বাদ দিয়ে বিঘা প্রতি ৭-৮ হাজার টাকা লাভ হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা জানান, কৃষকেরা গত বছরের চেয়ে সঠিক সময়ে ধান চাষ করায় বর্তমান আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে। এবার চিরিরবন্দরে আমন ধান চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবারে ফলন বেশ ভালো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ