বন্ধ করে দেওয়া আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকার তিতাস কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়াজন করে সংগঠনটি।
মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি।’
সংগঠনটির টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘এ নিয়ে নানা সমস্যায় রয়েছি আমরা। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’