সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ডিবি পরিচয়ে পিকআপ থামিয়ে সাদেকুল ইসলাম (৩০) নামে এক চালকের কাছ ৬১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত সোমবার সৈয়দপুর-পার্বতীপুর বাইপাস সড়কের কদমতলী এলাকায় নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে গাড়ি থামাতে দেরি কেন হলো এই বলে চালক ও হেলপারকে চড় মারেন। একপর্যায়ে পিকআপে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি শুরু করে লকারে থাকা ৬১ হাজার টাকা নিয়ে সটকে পড়েন।