অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ওই টুর্নামেন্টের ১২টির দলের একটির নাম ‘ফাইটার ইলেভেন’। জ্যোতিই গড়েছেন দলটি। সোমবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট।
উদ্বোধনী দিন নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। জ্যোতিকা জ্যোতি বলেন, ‘খেলাধুলা আমার অনেক পছন্দের। পরিচিত কয়েকজন খেলোয়াড় আমাকে দল গড়ার কথা বলল। তাদের আবদার রাখতেই টুর্নামেন্টে অংশ নেওয়া। দলটির কর্মপরিকল্পনা থেকে শুরু করে অর্থ জোগানোর দায়িত্বও পালন করছি আমি।’