পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাঘাটা উপজেলার নয় ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় গত বৃহস্পতিবার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনয়নপ্রাপ্তরা হলেন পদুমশহর ইউনিয়নে এ এস এম মোজাহিদুল ইসলাম বকুল, ভরতখালীতে শামসুল আজাদ শীতল, সাঘাটা ইউনিয়নে মোশারফ হোসেন সুইট, মুক্তিনগর ইউনিয়নে আরশাদ আজিজ রোকন, কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, হলদিয়ায় রফিকুল ইসলাম মণ্ডল, জুমারবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাজু, কামালের পাড়ায় আব্দুল ওয়াদুদ সরকার ও বোনারপাড়া ইউনিয়নে ওয়ারেছ আলী প্রধান।