ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। গতকাল বুধবার দুপরে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্যসচিব মো. নুর আলমের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সরাইলের সাংসদ আবদুস সাত্তার ভূঁইয়ার বিরুদ্ধে সম্প্রতি জাতীয় পার্টির সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে এ প্রতিবাদ মিছিলটি হয়।
বক্তব্যের ব্যাপারে সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এটা রাজনৈতিক বক্তব্য দিয়েছি। কিন্তু আমি কাউকে কটাক্ষ করে বক্তব্য দিই নাই। কারোর বিরুদ্ধে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই।’