হোম > ছাপা সংস্করণ

রাজনীতিকেরা ও সড়কের আন্দোলনে ঢুকে গেছেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে রাজনীতিবিদেরা ঢুকে গেছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ব্যাপারে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে মন্ত্রী এমন দাবি করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সরকার সহানুভূতিশীল। কিন্তু এখন ছাত্রদের আন্দোলনে দেখা যায় ৩০-৩৫ বছর বয়সী ছাত্রের মায়েরাও ঢুকে গেছেন। তাঁদের মধ্যে রাজনীতিবিদেরা ঢুকে গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য সেখানে ঢুকে গেছে। সুতরাং ছাত্রদের অনুরোধ জানাব, তাদের যাতে কেউ রাজনৈতিক ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো প্রসঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ওরা (বিএনপি) তো শুধু লন্ডনে পাঠাতে চায়, যেখানে তারেক রহমান আছে। ডাক্তারবাবুও প্রেস কনফারেন্সে তাই বলেছেন। পাশাপাশি আরও দুটি দেশের নাম বলেছেন—যুক্তরাষ্ট্র ও জার্মানি। সেখানে গেলেও রাজনীতি করতে সুবিধা হবে। কারণ, সেখান থেকেও তো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তারা যেভাবে দাবিদাওয়া করছে, সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মধ্যে দুরভিসন্ধি আছে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আরও বলেন, ‘তারা (বিএনপি) কোনো ইস্যু তৈরি করতে না পেরে মাঠ গরম করার জন্য নানাভাবে কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়ে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ