নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগেই স্থগিত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। একই দিন অসুস্থ হয়ে পড়েছেন দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আকরাম খান।
আপাতত আইসোলেশনে আছেন লঙ্কান কিংবদন্তি হেরাথ। তাঁর সংস্পর্শে আসা অধিনায়ক মুমিনুল হকসহ কয়েকজন ক্রিকেটারের কোয়ারেন্টিন পর্ব ৭ দিন বেড়ে ১০ দিন করা হয়েছে। বাকিদের অবশ্য গতকালই অনুশীলন শুরুর কথা ছিল। এর মধ্যেই এই দুঃসংবাদ। এতে করে অবশ্য টেস্ট সিরিজ সূচিতে কোনো প্রভাব পড়বে না বলে জানান আকরাম।