কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯ ইউপিতে ৬ষ্ঠ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ উপজেলার সব কটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।