হোম > ছাপা সংস্করণ

সেই ট্রাকের দায় নিচ্ছে না দুই সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। ওই নারীকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আর চালকসহ গাড়িটি জব্দ করে পুলিশ। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বলে জানায়। পরে ফের জানায়, গাড়িটি উত্তরের নয়, বরং দক্ষিণের। গাড়িটিতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) স্টিকার লাগানো রয়েছে। তবে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষই ট্রাকটির দায় নিতে নারাজ।

এদিকে গতকাল দিবাগত রাত পর্যন্ত ওই ট্রাকমালিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাড়ির চালক ও সহকারী কেউ উত্তর সিটি করপোরেশনের নয়। প্রমাণ হিসেবে পুলিশের হাতে জব্দ গাড়িটির কিছু ছবি পাঠায় তারা।

মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে জব্দ গাড়িটিতে দেখা যায়, এটির সামনের গ্লাসে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত’ লেখা। সঙ্গে রয়েছে দক্ষিণ সিটির লোগো ও নিচে লেখা আদেশক্রমে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এদিকে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধা আরজু বেগম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তাঁর বড় মেয়ের জামাই জয়নাল হোসেন। তিনি বলেন, আমার শাশুড়ি কোমর, বুকের পাঁজর ও বাহুতে আঘাত পেয়েছিলেন।

গাড়িটির মালিকানা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসিও। তাঁদের দাবি, যশোর-ট-১২৩৬ নামের গাড়িটির মালিক দক্ষিণ সিটি করপোরেশন নয়। দক্ষিণ সিটির পরিবহন তথ্য ভান্ডারে এই গাড়ি ব্যবহারের কোনো তথ্য নেই। দুর্ঘটনাস্থলও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়।

এতে আরও বলা হয়, গাড়িটিতে অসৎ উদ্দেশ্যে স্টিকার লাগানো হয়েছে। স্টিকার থাকলেই সেটি কোনো সংস্থার গাড়ি হয়ে যায় না। কারণ অপরাধীরা নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা জানতে পেরেছি গাড়িটি উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন কারোরই নয়। বরং এটি ব্যক্তিমালিকানাধীন। তবে গাড়ির মালিকের নাম এখনো জানতে পারিনি।

পলিশ আরও জানায়, গাড়িটিতে ময়লা বহন বা এমন কাজে ব্যবহারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বলেন, মালিকানাধীন গাড়িতে যে ব্যক্তি সিটি করপোরেশনের স্টিকার লাগিয়েছেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। শনাক্তের চেষ্টা চলছে।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান কবির খান নামের এক গণমাধ্যমকর্মী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ