আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য আবারও মনোনীত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন বাঁহাতি অলরাউন্ডার। আগস্টের মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়া সাকিব তারই পুরস্কার হিসেবে দ্বিতীয়বার মনোনয়ন পেলেন।
সাকিবের সঙ্গে অক্টোবর মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানকে সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক আসিফ আলী এবং বিশ্বকাপে এসেই নামিবিয়াকে প্রথমবারের মতো সুপার টুয়েলভে ওঠাতে ব্যাটে-বলে দুর্দান্ত ভূমিকা রাখা ডেভিড ভিসে।