হোম > ছাপা সংস্করণ

মেঝে খুঁড়ে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার এক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে চুরি হওয়া ১১ লাখ ৯৬ হাজার টাকা গোয়ালঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় গ্রেপ্তার একজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আনোয়ারুল হক (৩০)। তিনি জেলা শহরের পূর্ব কুখাপাড়ার কৈপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর রাতে উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির আলমারি থেকে পরিবহন খাতের ১৫ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নীলফামারী সদর থানায় মামলা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুল হামিদ।

মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে আনোয়ারুলকে শনাক্ত করে রাত ২টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির গোয়ালঘরের মেঝেতে প্লাস্টিকের বয়ামে করে পুঁতে রাখা ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে বলেন, ‘১৫ লাখ টাকা চুরির অভিযোগ দেওয়া হলেও ঘটনায় জড়িত ব্যক্তি সাড়ে ১২ লাখ টাকা চুরি করেছেন বলে আমাদের জানিয়েছেন। বাকি ৫৪ হাজার টাকা তিনি খরচ করেছেন।’

ওসি আব্দুর রউপ আরও বলেন, ‘মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিকে ধরতে আমরা সক্ষম হই। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ